রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৮:৫৮:০৬

সকলকে চমকে দিয়ে নজির সৃষ্টি করলেন ট্রাম্প!

সকলকে চমকে দিয়ে নজির সৃষ্টি করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে।

বিশেষ করে সাতটি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া নিয়ে নিজ দেশের আদালতের ধমক খেতে হয়েছে।

তবে তাতেও দমেননি তিনি। আফগানিস্তানে আইএস ঘাঁটিতে শক্তিশালী বোমা নিক্ষেপ নিয়ে শুনতে হয়েছে কটু কথা।

কিন্তু সকলকে চমকে দিয়ে নজির সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার স্ত্রী মেনালিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে হাজির হলেন মার্কিন সেনা হাসপাতালে।

কথা বললেন সেখানকার আহত সেনা কর্মীদের সঙ্গে। সাহসিকতার জন্য সেনা মেডিক্যাল অফিসারকে পুরস্কৃত করলেন তিনি।

গত ১৭ মার্চ আফগান সেনা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে ঘটনাস্থলে তিন মার্কিন সেনা আহত হন। সেই তালিকায় নাম ছিল অ্যালভেরো ব্যারিয়নতসের। তিনি পেশায় চিকিৎসক।

এদিন মূলত তাকে দেখতেই সেনা হাসপাতালে এসে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সেনাবাহিনীর এই চিকিৎসক কর্মকর্তাকে এদিন সাহসিকতার জন্য পুরস্কৃতও করেন ট্রাম্প।

এরপর স্বভাবতই খুশী অ্যালভেরো ব্যারিয়নতস। এক সংবাদ সংস্থাকে তিনি জানান, ‘‘যখন খবরটা শুনলাম সেটা আমার কাছে খুব আনন্দের ছিল। কিন্তু এইভাবে প্রেসিডেন্ট নিজে এসে দেখা করবেন তা ভাবতে পারিনি। খুব ভাল লাগছে। ’’

তবে শুধু ট্রাম্পই নয়। সেনা হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বহুবার ভিজিট করেছিলেন তার সময়। পরিসংখ্যান অনুযায়ী কম পক্ষে ২০ বার হবে বলে দাবি করেছে হোয়াইট হাউস। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার সেনা হাসপাতালে গেলেন ডোলান্ড ট্রাম্প।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে