আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজ়রুল ইসলামকে “প্রকৃত হিন্দু” বলে দাবি করেছে ভারতের উগ্র জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। প্রকৃত হিন্দুর কারণ হিসেবে বলা হয়েছে, উনি জাতীয়তাবাদী। কলম গর্জে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। হিন্দু-মুসলিমে ভেদাভেদ না করে মানুষকে জুড়তে চেয়েছিলেন কবি নজ়রুল। তাই, উনিই প্রকৃত হিন্দু।
২৫ মে বিদ্রোহী কবির জন্মদিন। তার জন্মদিন এবার একটু অন্যরকমভাবে স্মরণ করতে চাইছে আরএসএস। জানা গেছে, কবি নজ়রুল ইসলামের লেখা কবিতা ও গান হিন্দি সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে। সেইসঙ্গে তার ৩৯টি কবিতা এ বছরের শেষেই হিন্দিতে অনুবাদ করা হবে বলে জানিয়েছেন আরএসএসের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক জিষ্ণু বসু।
তবে, নজ়রুল ইসলামকে হিন্দু বলায় বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। এর প্রেক্ষিতে জিষ্ণু বলেন, ‘হিন্দুত্ব কোনও উপাসনা পদ্ধতি নয়। একটা জীবনধারা। নজ়রুল-ইসলামের উপাসনা করতেন। কিন্তু, তার জীবনধারা ছিল হিন্দুত্ববাদী। অর্থাৎ তিনি জাতীয়তাবাদী ছিলেন। দেশের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তার কলম বারবার গর্জে উঠেছে।’
জিষ্ণুর কথায়, “আসলে হিন্দুত্বের মানে অনেকের কাছে পরিষ্কার নয়। সবাই ভাবে হিন্দুত্ববাদ মানে মুসলিমদের ছুঁড়ে ফেলে দেওয়া। আসলে তা নয়। হিন্দুত্ববাদ একটা জীবনধারা। কবি নজ়রুল, এপিজে আবদুল কালামের মতো মানুষরা প্রকৃত হিন্দু। ওনারা দেশের হয়ে অনেক কাজ করছেন। ভারতবর্ষকে সঠিকভাবে বুঝেছেন। আর এটাকেই আমরা হিন্দুত্ব বলে বুঝি।”
২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস