রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৮:৫৮:২৪

জয় শ্রীরাম বলা যাবে না, পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে : দিলীপ ঘোষ

জয় শ্রীরাম বলা যাবে না, পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে : দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ হচ্ছে এরাজ্যের পরিস্থিতি। মানুষকে তার ধর্মীয় রীতি পালন করতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, গতকাল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দিলীপ ঘোষ বলেন, “সারা ভারতবর্ষ, গুজরাত থেকে গুয়াহাটি ও কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতমাতা কি জয় আর জয় শ্রীরাম হবে। যে বাধা দেবে তাকে ইতিহাসে চলে যেতে হবে।” যা নিয়ে সমালোচনা শুরু হয়।

এর ব্যাখ্যা করতে গিয়ে আজ দিলীপ ঘোষ বলেন, “এটা কোনও বিতর্কের বিষয় নয়। রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ। এখানে রামনবমীর আগের দিন জয় শ্রীরাম বলা যায় না। এখন ভারতে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না। কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলতে পারবেন। তাই আমি এধরনের মন্তব্য করেছি।”

এরপরেই তিনি বলেন, “আমি বলেছি, যারা ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম বলে না তারা ইতিহাস হয়ে যাবে। এমনকী যে সমস্ত দল একথা বলে না তারাও ইতিহাস হয়ে যাবে।”

যদিও গতকাল দিলীপ ঘোষের সমালোচনা করেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বলেন, এইসব মন্তব্যের মাধ্যমে রাজ্যে নিজেদের হতাশা প্রকাশ করছে বিজেপি।  

২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে