আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপদ্বীপ থেকে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন ক্রমশ সরে আসছে। কিছুটা দিক পরিবর্তন করে আগামী আর কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে জাপান সাগরে।
এর আগে গতকাল রবিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হুমকি দেন, মার্কিন ওই রণতরী যে কোনো মুহূর্তে ডুবিয়ে দিতে তৈরি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার বিপ্লবী সেনাবাহিনীর সক্ষমতা কতটা, আমেরিকাকে এবার হাতেনাতে তার প্রমাণ দেওয়া হবে বলে হুমকি দেন তিনি।
উত্তর কোরিয়ার উপর যে কোনও মুহূর্তে হামলা করতেই মার্কিন এই বিমানবাহী যুদ্ধ জাহাজকে পাঠানো হয়েছিল। তবে এখন সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার অভিমুখে এগোচ্ছে কার্ল ভিনসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে মহড়া দেওয়ার জন্যই এটি পাঠানো হচ্ছে।
২৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস