সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭, ০৪:৩৮:৪২

ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোন বিজয়ী

ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোন বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক আন্দোলন ‘অ্যান মার্চের’ প্রতিষ্ঠাতা ইমানুয়েল ম্যাক্রোনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জয়লাভের পর ম্যাক্রোন বলেন, ফ্রান্সের সকল জনগণের প্রেসিডেন্ট হতে তিনি বদ্ধপরিকর।

রোববার সন্ধ্যায় প্যারিসে তার নির্বাচনী সদরদপ্তরে তিনি বলেন, ‘আমাদের দেশের জনগণ বর্তমানে সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সমস্যাসহ নানা ধরনের সমস্যার মুখে পড়ায় ফ্রান্সের নাগরিকরা ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের মতামত জানিয়ে দিয়েছেন।’

ম্যাক্রোন আরো বলেন, ‘তারা (জনগণ) এই প্রথম দফার নির্বাচনে আমাকে বেছে নেয়ায় আমি জয়লাভ করেছি। এক্ষেত্রে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করে যাবো।’ ফ্রান্সের রাজনীতির ইতিহাসে তিনি এ নির্বাচনকে মাইলফলক হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, এ নির্বাচনে ফ্রান্সের জনগণ বিগত ৩০ বছর ধরে দেশটি শাসন করা প্রধান দুই দলের প্রার্থীদের প্রত্যাখান করেছেন। আমাকে সমর্থন দেয়ার জন্য রিপাবলিকান দলের ফ্রানকোইস ফিলোন এবং সমাজতান্ত্রিক দলের বেনোইত হামনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।’

গণনা করা প্রায় চার কোটি ভোটের মধ্যে ২৩.৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। অপরদিকে কট্টর ডানপন্থী নেতা ম্যারিন লি পেন ২২.৩৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
২৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে