সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭, ১০:১৯:৪২

পদত্যাগ করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান

পদত্যাগ করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : সেনা ছাউনিতে তালিবানি হামলার দায় নিয়ে পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লা হাবিবি। একই সঙ্গে ইস্তফা দিয়েছেন সেনাপ্রধান কদম শাহ শাহিম। সোমবার কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসের পক্ষে টুইট করে জানানো হয়েছে প্রেসিডেন্ট আশরাফ গনি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

শুক্রবার উত্তর আফগানিস্তানের শহর মাজার–ই–শরিফ–এ সেনা ছাউনিতে হামলা চালায় তালিবান। নিহত এবং আহত মিলিয়ে ১০০ জন ক্ষতিগ্রস্ত হন। আফগান ন্যাশনাল আর্মির ছদ্মবেশে কম করে ১০ আত্মঘাতী তালিবানি জঙ্গি ঢুকে পড়ে সেনা ছাউনিতে।

আত্মঘাতী পোশাক পরে সেনার ওপর গুলি চালায়। অনেকেই শুক্রবারের প্রার্থনার পরে সেনা ছাউনিতে ফিরেছিলেন। তাই সেনার হাতে কোনও অস্ত্র ছিল না। রবিবার সেনা ছাউনি ঘুরে দেখে ঘটনার নিন্দা করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। রবিবার জাতীয় শোক পালন করে আফগানিস্তান।

২৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে