আন্তর্জাতিক ডেস্ক : কোচবিহারে রাজবংশীদের উন্নয়নের জন্য রাজপরিবারের সদস্যদের নিয়ে রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি দেবোত্তর ট্র্রাস্ট বোর্ডকে পুনরায় চালু করার কথাও বলেন তিনি।
প্রশাসনিক বৈঠক করতে সোমবার বিকালে কোচবিহার যান রাজ্যটির মুখ্যমন্ত্রী। জেলার বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এরপর সাংবাদিক বৈঠকে উঠে আসে তিস্তা জলচুক্তির কথাও।
এবিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবাইকে ভালোবাসি। আমরা বাংলাদেশকেও ভালোবাসি। বাংলার মানুষ জল পেয়ে যদি বাকি থাকে তবে নিশ্চয় দেওয়া হবে। আমরা তো আগে ফরাক্কার জল দিয়েছি। এবারও তিস্তার বদলে অন্য নদীগুলি নিয়ে আলোচনা হোক না। আগে তো আমাদের বাংলার মানুষের কথা ভাবতে হবে।”
শিল্প প্রসঙ্গে মমতা ব্যানার্জী কোচবিহারে জুট পার্কের বদলে অন্য কোনও শিল্প করা যায় কি না সেবিষয় নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেন। আজকের পর আগামীকালও জেলায় মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে।
সাংবাদিক বৈঠকে তিনি রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠনের কথা জানান। বলেন, “আমরা রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করছি। এই পর্ষদে রাজ পরিবারের সদস্যরা থাকবে। এরা রাজবংশীদের উন্নয়নের কাজ করবে। এছাড়া দেবোত্তর ট্রাস্ট বোর্ড যা এতদিন ইনঅ্যাক্টিভ ছিল তা আবার অ্যাক্টিভ করা হল।”
বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখে আর কোথায় কী উন্নতি করা যায় সেদিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। বলেন, “কোচবিহারে ভুট্টা ভালো হয়। তাই ভুট্টা শিল্পে জোর দেওয়ার পাশাপাশি পোল্ট্রি শিল্পেও নজর দেওয়া হচ্ছে। ১০টি ব্লকে ১০টি কোল্ড স্টোরেজ করার বিষয়ে শিল্পপতিদের সঙ্গে কথা হয়েছে। কোচবিহারে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের নামে মেডিক্যাল কলেজ চালু হচ্ছে। একটি সরকারি এবং বেসরকারি কলেজও তৈরি হচ্ছে।”
২৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস