মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ১২:৩১:০১

ভারতকে চাপে রেখে অরুণাচলকে নিজেদের করে নিলো চীন

ভারতকে চাপে রেখে অরুণাচলকে নিজেদের করে নিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে চীন এবং ভারতের মধ্যে। তিব্বত গুরু দালাই লামার অরুণাচল সফরের পর থেকে ক্রমশ বাড়ছে এই উত্তেজনা। নতুন করে ভারতকে চাপে রাখতে অরুণাচল প্রদেশের নয়া ম্যাপ প্রকাশ্যে আনল চীন।  তাদের বানানো ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চীন৷

শুধু তাই নয়, জায়গাগুলি চীনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করছে চীনা বিদেশ মন্ত্রনালয়ের৷ নয়া ম্যাপ ঘিরে নতুন করে উত্তেজনা ভারত-চীনের মধ্যে। ইতিমধ্যে চীনের নয়া এই ম্যাপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সাফ জবাব, চীন কি বলল বা আনল তা নিয়ে ভারতের কিছু যায় আসে না।  কারণ, ভারতের মধ্যে থাকা প্রত্যেকটি জায়গা ভারতেরই থাকবে। এই নিয়ে কারোর কিছু বলা কিংবা দেখানোর উপর বদলে যাবে না। শুধু তাই নয়, অরুণাচলের উপর অধিকার শুধুমাত্র ভারতেরই রয়েছে বলে সাফ চীনকে বুঝিয়ে দিয়েছে ভার‍ত।

প্রসঙ্গত, ১৪ এপ্রিল চীনের তরফে জানিয়ে দেওয়া হয়, তারা দক্ষিণ তিব্বতের কয়েকটি জায়গার নাম চীনের হরফে অর্থাৎ রোমান এবং তিব্বতি শব্দ ব্যবহার করে নয়া নামকরণ করেছে। ভারত-চীন সীমান্তে যে এলাকা নিয়ে বির্তক রয়েছে সেটাকে বলা হয় ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’। মোট ৩, ৪৮৮ কিমি এলাকা জুড়ে রয়েছে এই ‘এলএসি’।

চীন যখন তাদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন নয়াদিল্লির দাবি, যে জায়গাটিকে ঘিরে বিতর্ক রয়েছে সেটা হল আকসাই চীন। ১৯৬২-র যুদ্ধের সময় এই এলাকাটি চীন দখল করে নেয়। সীমান্ত সমস্যা মেটানোর জন্যে এরমধ্যে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে মোট ১৯ বার বৈঠক হয়েছে।কিন্তু সমস্যা সমাধান সূত্র এখনও অধরাই থেকে গিয়েছে।
২৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে