আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জেল ভেঙে ৪ শতাধিক বন্দিকে ছিনিয়ে নিয়েছে তালেবানরা। দেশটির রাজধানী কাবুল থেকে ৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে গজনি শহরে এই ঘটনা ঘটে।
রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে কারাগারের প্রধান ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান দোদ্ধারা। এই সুযোগে কারাগারের থেকে প্রায় সকল বন্দি পালিয়ে যায়।
এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দলের বন্দুকধারীরা এবং তিন আত্মঘাতী মিলে রোববার রাতে কারাগারে হামলা চালিয়ে চারশ জন বন্দিকে ছাড়িয়ে এনেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তালেবান নেতাও রয়েছেন।
রোববারের ওই হামলায় ৪০ জনের মত নিরাপত্তা কর্মী ও কারারক্ষী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। মুখপাত্র জানান, তিন আত্মঘাতী হামলাকারীও প্রাণ হারিয়েছে।
গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি জানিয়েছেন, সবমিলিয়ে ৩৫২ জন বন্দি পালিয়েছে যাদের মধ্যে প্রায় দেড়শ’ জনই তালেবান জঙ্গি। তিনি আরো বলেন, রোববার রাতের ওই হামলায় সাত তালেবান এবং চার আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
তবে হামলার সময় কারাগারটিতে ঠিক কতজন বন্দি ছিল সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আফগান নিরাপত্তা কর্মকর্তারা। সূত্র: রয়টার্স
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস