আন্তর্জাতিক ডেস্ক : গত এক সপ্তাহ ধরে কাশ্মিরে বিভিন্ন এলাকায় সহিংস-বিক্ষোভ চলছে। এসব সংঘর্ষের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপকারী কাশ্মিরিদের মধ্যে ইদানীং দেখা যাচ্ছে মেয়েদেরও। এসব ছবি এখন বিভিন্ন সংবাদ মিডিয়ায় আসতে শুরু করেছে।
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর-নিক্ষেপকারীদের যেসব ছবি আগে ছাপা হতো তাতে সাধারণত: ছেলেদেরই দেখা যেতো। কিন্তু এখন কাশ্মিরি বিক্ষোভকারী আর ইট-পাটকেল নিক্ষেপকারীদের মধ্যে মেয়েদেরও দেখা যাচ্ছে।
কাশ্মিরে এক সপ্তাহ বন্ধ থাকার পর স্কুল-কলেজ খোলার পর রাস্তায় ভিন্ন ধরণের কিছু দৃশ্যও দেখা গেল। এই ছবি গুলো তোলা হয়েছে শ্রীনগরের মওলানা আজাদ রোডে অবস্থিত সরকারি মহিলা কলেজের কাছে সামনে থেকে।
শ্রীনগরের বিভিন্ন এলাকায় ছাত্রদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। পুলওয়ামা ডিগ্রি কলেজে পুলিশের অভিযানের পর এই সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছেন এক তরুণী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কোথাও কোথাও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
সংবাদ সংস্থা পিটিআইএর খবর অনুযায়ী বৃহস্পতিবার নবকডল এলাকায় এক সংঘর্ষে এক কাশ্মিরি তরুণী আহত হন। আহত তরুণীকে শ্রীনগরের মহারাজ হরি সিং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস