মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ০৮:৩০:৩৬

বিজেপি করবেন না, ওরা শুধু ধর্মের নামে দাঙ্গা লাগায় : মমতা ব্যানার্জী

বিজেপি করবেন না, ওরা শুধু ধর্মের নামে দাঙ্গা লাগায় : মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সফরে এসেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু, বিজেপি সভাপতির নামই মুখে আনলেন না রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শিলিগুড়ির পাশের জেলা কোচবিহারের সভা থেকে সামগ্রিক ভাবে নিশানা করলেন বিজেপিশিবিরকে।

পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে বামপন্তি নেতাদের আঁতাঁতের অভিযোগ তুললেন মমতা। তবে তৃণমূল কংগ্রেস নেত্রীর হুঁশিয়ারি, এ রাজ্যে বাঘেরও দাঁত ফোটানো কঠিন।

উত্তরবঙ্গে শক্তি পরীক্ষার লড়াই। একই দিনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই যুযুধান দলের দুই কাণ্ডারী উত্তরবঙ্গে। নকশালবাড়িতে জনসংযোগে ব্যস্ত বিজেপির সভাপতি অমিত শাহ। গুজরাতি অমিত বাংলায় এসে গ্রামবাসীর বাড়িতেই দুপুরের খাবার গ্রহন করলেন তাও আবার মাটিতে বসে। যেন বার্তা দিতে চাইছেন, আমি তোমাদেরই লোক।

কোচবিহারের রাসমেলা মাঠে তখন মমতা ব্যানার্জীর জনসভা। কিন্তু, অমিত শাহকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না তৃণমূল কংগ্রেস নেত্রী। কিন্তু, নিশানা যে গেরুয়াশিবির, তা বুঝিয়ে দিলেন প্রতিটি কথায়।

মমতা বললেন,  ‘আমাদের সরকার মাটিতে পা দিয়ে চলে৷ উড়ে উড়ে চলে না৷ হিন্দু ধর্ম কবে কার? তখন বিজেপি কি জন্মেছিল? এসেই বলছে সব ভাগাভাগি করে দাও৷ বিবেকানন্দ, রামকৃষ্ণ আমাদের ধর্মগুরু৷ বিজেপি-র কাছে হিন্দুত্ব শিখতে হবে না৷ এরা শুধু আগুন লাগায়, মারামারি করে, ধর্মের নামে দাঙ্গা লাগায়৷’
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে