মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ০৯:১৮:১৫

কোরিয়ায় উপকূলে এসে পৌঁছেছে মার্কিন রণতরী

কোরিয়ায় উপকূলে এসে পৌঁছেছে মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেস্ক : কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার মধ্যেই ইউএসএস মিশিগান নামে একটি মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছে। এমন এক সময় এই সাবমেরিনটি এসে পৌঁছালো যখন উত্তর কোরিয়া আসল গুলি ব্যবহার করে এক লড়াইয়ের মহড়ার মাধ্যমে তাদের সেনাবাহিনীর ৮৫তম বার্ষিকী পালন করেছে।

ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মিশিগান একটি মার্কিন রণতরীর বহরের সাথে যোগ দেবে - যাতে রয়েছে বিমানবাহী জাহাজ কার্ল ভিনসন। কোরিয়া উপদ্বীপ এলাকায় এখন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি চলছে বাক্যবিনিময়, এবং অস্ত্রের মহড়া।

প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে 'বিশ্বের জন্যই এক হুমকি' বলে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া সম্প্রতি যেভাবে কিছু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, হয়তো এরকম আরো কিছু পরীক্ষার পরিকল্পনা করছে তারা।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীও মার্কিন যুদ্ধজাহাজগুলোর সাথে একটি সামরিক মহড়া করেছে। এরকম মহড়া-পাল্টা মহড়ার মধ্যেই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের কূটনীতিকরা টোকিওতে বৈঠক করছেন।
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে