মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ১০:৩১:২০

‘বাঙালিরা আগে রবীন্দ্রসংগীত শুনতো, এখন বোমার আওয়াজ শোনে’

‘বাঙালিরা আগে রবীন্দ্রসংগীত শুনতো, এখন বোমার আওয়াজ শোনে’

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে তিনদিনের সফরের প্রথম দিনেই শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে নকশালবাড়িতে যান অমিত শাহ। সেখানে বুথ চলো কর্মসূচি সেরে শিলিগুড়িতে ইনডোর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি।

এই সভায় প্রায় ৫ হাজার বিজেপি কর্মীর সামনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘এই তৃণমূল সরকার বামপন্থী সরকারের চেয়েও খারাপ। বামেরা রাজ্যে এক লাখ ৯২ হাজার কোটি টাকার ঋণ করে গিয়েছিল। আর এই রাজ্য সরকার তিন লাখ ৫০ হাজার কোটির ঋণ করে ফেলেছে। রাজ্যে একটা দুর্নীতির সরকার চলছে। সারদা-নারদে সরকার নিমজ্জিত হয়ে পড়েছে ‘

তিনি বলেন, ‘জনতার টাকা ভেট চড়ছে। কেউ প্রশ্ন তুলতে পারছেন না ? উন্নয়নের নামে এ কী হচ্ছে রাজ্যে ? বিজেপির শাসনে ১৪ রাজ্যে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হয় না। কিন্তু, এ রাজ্যে ধর্মের ভিত্তিতে উৎসব, অনুষ্ঠান চলছে। নোটবাতিলের জেরে রাজ্যে জাল নোটের কারখানা বন্ধ হয়েছে। কিন্তু, এখন রাজ্যে বোমা বানানোর কারখানা চলছে।’
 
অমিত শাহ আরও বলেন, ‘রাজ্যের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সাংস্কৃতির পীঠস্থান এই বাংলা। এখানে আগে ঘরে ঘরে রবীন্দ্রসংগীতের আওয়াজ শোনা যেত। এখন মানুষ বোমার আওয়াজ শুনতে পায়। রাজ্যে আইনশৃঙ্খলা বিপন্ন হয়ে পড়েছে। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে। মানুষ কাজ পাচ্ছে না। এভাবে রাজ্যের উন্নয়ন হবে ? রাজ্যের মানুষ বামেদের দেখেছেন, তৃণমূল সরকার দেখেছেন। রাজ্যে উন্নয়নের লক্ষ্যে এখন একমাত্র প্রয়োজন বিজেপি সরকার।’

বিজেপির সর্বভারতীয় সভাপতি আশাবাদী, লোকসভা নির্বাচনে বাংলাতেও পদ্ম ফুটবে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ বিজেপিকেই বিকল্প হিসেবে গ্রহণ করছে। আমাদের যত আটকানোর চেষ্টা হবে, যত ধমকানো হবে, ততই বাড়বে বিজেপি। দিল্লিতেও রয়েছেন মোদি, এ রাজ্যেও মোদি, গোটা দেশ হবে মোদিময়।’
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে