শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৩:১১:৪০

আফ্রিকায় যুক্তরাষ্ট্রের গোপন ড্রোন ঘাঁটির খবর ফাঁস

আফ্রিকায় যুক্তরাষ্ট্রের গোপন ড্রোন ঘাঁটির খবর ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ জিবুতিতে যুক্তরাষ্ট্রের গোপন ড্রোন ঘাঁটির খবর ফাঁস হয়েছে। স্যাটেলাইট ইমেজে গুগল আর্থের অনলাইন ম্যাপিং সার্ভিসের মাধ্যমে এ খবর ফাঁস করেছে দ্যা ইন্টারসেপ্ট। সংবাদ মাধ্যমটি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ও গুগল আর্থের তথ্যের ভিত্তিতে বলছে, জিবুতির চাবেলি বিমানঘাঁটিকে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতির স্থানে পরিণত করা হয়েছে। রাজধানী জিবুতি সিটি থেকে ছয় কিলোমিটার দূরে এ বিমানঘাঁটিকে একটি বিচ্ছিন্ন স্থানে পরিণত করা হয়েছে। কয়েক বছর আগেই বিমানঘাঁটিকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এখন সে ঘাঁটিতে বিমানের বহুসংখ্যক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। এ ছাড়া রয়েছে স্যাটেইলাটের ডিশ এবং বহুসংখ্যক পাইলটবিহীন ড্রোন। পেন্টাগনের গত জুন মাসের এক নথিতে দেখা যায়-যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের কাছে দেশটির সামরিক কর্মকর্তারা ৭৬ লাখ ডলার চেয়েছেন ওই বিমানঘাঁটির বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য। অথচ যুক্তরাষ্ট্র কর্মকর্তারা চাবেলি বিমানঘাঁটি নিয়ে এতদিন একেবারেই কিছু বলেন নি। সূত্র : আইআরআইবি ২৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে