বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ০১:০২:০৩

‘ইনশাল্লাহ যারা বলছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক’

‘ইনশাল্লাহ যারা বলছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দাঁড়িয়ে যারা ভারতমাতার জয় না বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ করছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার দাবি জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়৷

রামনবমীর মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সোমবার সিউড়িতে বিক্ষোভ মিছিল করে রাজ্য বিজেপি৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়,রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷

মিছিলের পর প্রতিবাদ সভা করে গেরুয়া শিবির৷ ওই সভাতেই কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “ভারতে দাঁড়িয়ে যারা ভারতমাতার জয় না বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে তাদের কী করা উচিত? পাকিস্থানে পাঠিয়ে দেওয়া উচিত তো?” সমস্বরে ভেসে আসে হ্যাঁ৷ বিজেপি কেন্দ্রীয় নেতার এই বক্ত্যবের কড়া সমানোচনা করেছে তৃণমূল কংগ্রেস৷তৃণমূলের বক্তব্য, বিজেপি  মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলার শান্তি নষ্ট করছে৷

এদিন অনুব্রত মণ্ডলের ডেরায় দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দেন কৈলাশ বিজয়বর্গীয়৷ তিনি বলেন, বিনা অনুমতিতে মুসলিমরা অস্ত্রহাতে মরহমে মিছিল করছে তখন প্রশাসন চুপ করে থাকে৷আমাদের বেলাতেই অন্য নিয়ম৷তৃণমূল তোষণের রাজনীতি করছে৷বাংলা থেকে আমরা তৃণমূলকে উৎখাত করবই৷ সিপিএম-কংগ্রেসেরও কড়া সমালোচনা করেছেন তিনি৷

এদিকে, সিউড়িতে প্রতিবাদ মিছিলে যোগ দিতে আসার সময় বিজেপি কর্মী-সমর্থকদের বাস আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এরপর দুপক্ষের মধ্যেই শুরু হয় সংঘর্ষ৷ বিশ্বজিৎ হাঁসদা নামে এক বিজেপি যুব নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷-কলকাতা২৪
২৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে