বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ০১:১৩:৪১

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের সুড়ঙ্গের হদিশ!

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের সুড়ঙ্গের হদিশ!

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। বিহার-বাংলাদেশ সীমান্তের চোপড়া-ফতেপুর বর্ডার আউটপোস্টের কাছে ৮০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির খোঁজ পায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ'র অনুমান গবাদি পশু পাচারের কাজেই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল।

বুধবার কিশানগঞ্জে আঞ্চলিক সদর দফতরে বিএসএফ'র ডিআইজি দেবী সরণ সিং জানান, ‘দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের সুবিধার জন্যই সীমান্তের নিচ দিয়ে পাচারকারীরা এই সুড়ঙ্গটি খুঁড়েছিল’।

তিনি আরও জানান, ‘রাতের অন্ধকারেই পাচারকারীরা একটি চা বাগানের মধ্যে দিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করছিল’।  

সুড়ঙ্গটির হদিশ পাওয়ার পরই সীমান্ত বরাবর বিএসএফ'র নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান বিএসএফ ডিআইজি।
২৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে