বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৯:৫০:২৫

কাশ্মীরে নিষিদ্ধ ফেসবুক, টুইটার, ইউটিউব

কাশ্মীরে নিষিদ্ধ ফেসবুক, টুইটার, ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর উপত্যকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা যাচ্ছেন না।

এ প্রেক্ষাপটে সেখানে এবার সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, হোয়াটস অ্যাপ, ফেসবুক, স্ন্যাপ চ্যাট, টুইটারসহ যাবতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না কাশ্মীরের বাসিন্দারা।

প্রশাসনের দাবি, এই সোশ্যাল মিডিয়া মারফতই অস্থিরতা তৈরি করা হচ্ছে উপত্যকায়। সেনাবাহিনীর বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে।

এমনকী সেনাবাহিনীর বিরুদ্ধাচারণের উস্কানিতে সোশ্যাল মিডিয়ার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সে কারণেই এই নয়া নির্দেশিকা।
গত এক মাস ধরেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে কাশ্মীরে। সেক্ষেত্রেও এই একই কারণ বলা হয়েছে।

সরকারি নির্দেশিকায় আরো জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। গত কয়েক মাস ধরেই সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের একাধিক জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে উপত্যকার বাসিন্দারা।

ছাত্র–যুবদের প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে তাদের। একাধিক জায়গায় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা বাড়ছে। কয়েকদিন আগেই শ্রীনগরের উপনির্বাচনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয় সেনাবাহিনীকে।

প্রকাশ্য রাস্তায় সেনা জওয়ানদের মারধর করতে দেখা গিয়েছে উপত্যকার যুবকদের।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে