বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ১০:৫৬:৫৫

নিজেদের গুলিতে জখম চোরকে বাঁচাতে রক্ত দিলেন দুই পুলিশকর্মী

নিজেদের গুলিতে জখম চোরকে বাঁচাতে রক্ত দিলেন দুই পুলিশকর্মী

আন্তর্জাতিক ডেস্ক: ছিঁচকে চোর সন্দেহে তার ওপর গুলি চালিয়েছিল পুলিশ। তারপর তাকেই বাঁচাতে নিজেদের শরীর থেকে রক্ত দিল তারা। দিল্লির রোহিণী এলাকায় গতকাল এই ঘটনা ঘটেছে।

রোহিণীর সেক্টর ৯-এর অহিংসা বিহার অ্যাপার্টমেন্টের বাসিন্দারা গতকাল ভোর ৪টে নাগাদ দেখেন, দুজন ব্যাকপ্যাক পিঠে পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখনই তাঁরা পুলিশে খবর দেন। হাজির হয় পুলিশ। মুখ ঢাকা দুই চোরকে তারা কোণঠাসা করে ফেলে।

কিন্তু অভিযুক্তরা আর একটা পাঁচিল টপকে রাস্তায় লাফিয়ে পড়ে। সেখানে ছিলেন রামাশ্রয় সিংহ, রাজেশ কুমার ও অশোক নামে আরও ৩ পুলিশকর্মী। তখন অভিযুক্তরা পিস্তল বার করে তাঁদের ওপর গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে গুলি চালায় পুলিশও।

৯ রাউন্ড গুলির ৫টিই গিয়ে লাগে এক অভিযুক্ত নীতিনের ওপর- এক পায়ে, দুই হাতে ও পিঠের নীচে। মাটিতে লুটিয়ে পড়ে সে। আর এক অভিযুক্ত অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়।

নীতিনকে অম্বেডকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে বার করা হয় বুলেটগুলি। চিকিৎসকরা জানিয়েছেন, সে বেঁচে যাবে কিন্তু ৩-৪ ইউনিট রক্ত চাই। তখনই রক্তদানে স্বীকৃত হন স্থানীয় প্রশান্ত বিহার পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার এস এস রাঠি। নীতিনের ওপর গুলি চালানো ২ পুলিশকর্মী রাজেশ ও অশোকও তৎক্ষণাৎ রাজি হন রক্তদানে। অশোক সারা রাত হাসপাতালেই ছিলেন, তখনই নেওয়া হয় তাঁর রক্ত। রাজেশ ব্যারাকে ফিরছিলেন, খবর পেয়ে চলে আসেন তিনিও। তাঁদের রক্তে বেঁচে গিয়েছে নীতিন। চিকিৎসকরা জানিয়েছেন, সে বিপদমুক্ত।  
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে