শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৯:১৮:৫৮

আইএস ঘাঁটি থেকে ৭০ কুর্দি উদ্ধার

আইএস ঘাঁটি থেকে ৭০ কুর্দি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আইএসের হাতে বন্দি ৭০ জন কুর্দিকে উদ্ধার করল মার্কিন সেনা৷ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উত্তর ইরাকের হাওয়িজা এলাকার একটি অস্থায়ী বন্দি শিবিরে আচমকা হানা দেয় মার্কিন স্পেশাল ফোর্স এবং কুর্দি সেনাবাহিনী৷ আইএসের কয়েকজন শীর্ষ নেতাকে খতম করার লক্ষ্যে এদিন হানা দেয় যৌথবাহিনী৷ কিন্তু কোনও আইএস নেতাকে খতম করা সম্ভব না হলেও, উদ্ধার করা হয় আইএসের হাতে বন্দি ৭০ জনকে কুর্দিকে৷ অন্যদিকে, অভিযানে মৃত্যু হয়েছে এক মার্কিন সেনার৷ আহত হয়েছেন চার কুর্দি সেনা৷ নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন সামরিক কর্মকর্তা সংবাদসংস্থা সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে এ মার্কিন সেনা নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কিরকুটে পরিচালিত ওই মার্কিন এবং কুর্দি সেনাদের যৌথ অভিযানে প্রায় ৭০ কুর্দি বন্দীকে মুক্ত করা হয়েছে বলে এক মার্কিন সুত্রে জানা যায়। অভিযানের পর সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং কুর্দি বন্দীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, কুর্দি নিরাপত্তা বাহিনীর এক সুত্রে জানা যায়, গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে ইসলামিক স্টেটস (আইএস) সদস্যরা ওই কুর্দিদের বন্দীকরে কিরকুট প্রদেশের হাওয়াইজার কাছে নিয়ে আটকে রাখে। সম্প্রতি পরিচালিত হওয়া এই মার্কিন এবং কুর্দি সেনাদের যৌথ অবিযানে তাদের মুক্ত করা হয়েছে। যদিও এই হানায় একজন মার্কিন সেনাকে হারাতে হয়েছে। উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত অঞ্চলে মুলত এই সংখ্যালঘু কুর্দিদের বসবাস। পেসমারগা নামে কুর্দী সেনা সদস্যরাই এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত। আইএস ইরাক সিরিয়ায় খিলাফত দাবি করে সেখানে যুদ্ধে জড়িয়ে পড়লে এই কুর্দিরা তাদেরকে প্রতিহত করতে লড়াই করে যাচ্ছে। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে