আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে খুন করেছে পাকিস্তান। এমনই আশঙ্কা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের। ভারতের কোনও প্রতিনিধি দলকে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
বার বার আবেদন করা সত্ত্বেও ওই প্রাক্তন নৌসেনা অফিসারের সঙ্গে কোনওভাবেই দেখা করতে পারছেন না ভারতীয় প্রতিনিধিরা। আর তাতেই আশঙ্কা বাড়ছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, এর আগেও বেশ কয়েকবার আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই, নিজেদের ইচ্ছেমত কাজ করেছে পাকিস্তান। আর সেই ধারা অব্যাহত থাকলে এবারও কুলভূষণকে যাদবকে শেষ করে দিয়েছে হয়তো নওয়াজ সরকার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সেহগল, কামার আঘার আশঙ্কা, কুলভূষণের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে।আর তারপরই তাকে হয়তো হত্যা করেছে পাকিস্তান৷ নিজেদের সেই কুকীর্তি ঢাকতেই ভারতের কোনও প্রতিনিধি দলকেই সাবেক নৌসেনা অফিসারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা তাদের।
জানা যাচ্ছে, কুলভূষণ যাদবের বাবা-মাকে যাতে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, সে বিষয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। ১৬ বার পাকিস্তানের কাছে বিষয়টি নিয়ে আবেদন করেছে ভারত। কিন্তু, সে দেশের তরফে এ বিষয়ে মুখে ‘রা’ কাটা হয়নি। পর পর ১৬ বার ভারতের আর্জি ফিরিয়ে দিয়েছে পাকিস্তান।
শুধু তাই নয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আঘার মতে, কুলভূষণ যদি জীবিতও থাকেন, তাহলে যত শিগগিরই সম্ভব তাকে ফাঁসি দেবে পাকিস্তান, যাতে তার সঙ্গে জুড়ে থাকা সমস্ত তথ্য ধামাচাপা দেওয়া যায় আন্তর্জাতিক আইনের সামনে থেকে।
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস