শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৭:২২:০৩

১৫০ জনের জনপ্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন এরদোগান

১৫০ জনের জনপ্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান দুই দিনের সফরে ভারতে আসছেন। রোববার তার নয়াদিল্লী পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা রুচি ঘনশ্যাম জানান, সফরে এরদোগান পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একটি প্রতিনিধিদল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, জ্যেষ্ঠ কমকর্তা ও ইন্ডিয়া-তুরস্ক ব্যবসায়ী ফোরামের একটি বৈঠকে অংশ নিতে ১৫০ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে বলে জানানো হয়।
২৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে