আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোতিষ্ঠা গ্রামের মুসলমানদের গোরস্থানের জন্য ৪০ শতক (প্রায় এক বিঘা) জমি দান করলেন স্থানীয় বাসিন্দা বীরেশচন্দ্র দেব।
গ্রামটির দক্ষিণপাড়ার ১২০টি মুসলিম পরিবারের গোরস্থানটি খুবই ছোট। তাদের সমস্যার কথা চিন্তা করেই এর সঙ্গে লাগোয়া ১ লাখ ২০ হাজার টাকার পতিত জমিটি দানের সিদ্ধান্ত নেন তিনি।
বীরেশবাবু বললেন, চেয়েছিলাম জমিটা কাজে আসুক। বিষয়টি আসল মালিকদের জানিয়েছিলাম। ওনারাই আমাদের সিদ্ধান্ত নিতে বলেন।
বীরেশবাবুর ছেলে বিজনবাবু জানালেন, সম্প্রতি জমিটির মালিক দু’ভাই সুদেব চক্রবর্তী ও সুশীল চক্রবর্তী বাবার নামে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দিয়ে যান। তার ভিত্তিতেই বাবা জমিটি হস্তান্তর করেন মসজিদ কমিটিকে।
মসজিদ কমিটির পক্ষে আবু তৈয়ব শেখ ও পিয়ার শেখ বললেন, প্রতিবেশীদের সমস্যার কথা চিন্তা করেই জমিটি দান করেছেন জমির মালিক।
মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এমন উদ্যোগ আরো চাই। দু’পক্ষেরই একে অপরের উপকারে এগিয়ে আসতে হবে।
২৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস