আন্তর্জাতিক ডেস্ক: পিছু হটতে রাজি নন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তাই ওয়াশিংটনের পর বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করেও শনিবার আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। যদিও তা ব্যর্থ হয়েছে।
কিন্তু, চীনা হুঁশিয়ারি উপেক্ষার মাশুল উত্তর কোরিয়াকে দিতে হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও বেইজিংয়ের পক্ষে এখনও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোনো বিবৃতি আসেনি।
তবে উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যে আরো কড়া হতে চলেছে, তা স্পষ্ট করেছে ওয়াশিংটন। পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করে ইতোমধ্যেই ট্যুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরীক্ষার মাধ্যমে কিম জং উন চীনকেও অপমান করেছে বলে উস্কে দিয়েছেন ট্রাম্প।
এদিকে, কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত, এবার আমেরিকার পাশাপাশি উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে চীনও। প্রসঙ্গত, শুক্রবার জাতিসঙ্ঘ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো কঠোর করা নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের বিরোধিতা করেনি বেইজিং।
আর এতেও সমস্যা বাড়তে পারে কিম জং উনের। এক ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত, চীনা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হলে সবার প্রথমে প্রিয় চাউমিন হারাতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক।
৩২ বছরের উত্তর কোরিয়ার সুপ্রিম কমান্ডারের অত্যন্ত প্রিয় চীনের বিশেষ এই চাউমিন। রাষ্ট্রপ্রধানের জন্য এই চাউমিন প্রতি মাসে চীন থেকে আমদানি করে উত্তর কোরিয়া। কিম জং উনের বাসকেট বল প্রীতি পরিচিত হলেও চাউমিন প্রীতি সম্পর্কে সেভাবে জানা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির মতে, মিনিটেই গরম করা যায় ওই চাউমিন খেতে ভালোবাসেন কিম। কিন্তু চীনা নিষেধাজ্ঞা জারি হলে, প্রিয় চাউমিন হারাতে পারেন উত্তর কোরিয়ার শাসক।
তবে কি পিছু হটবেন কিম? পররাষ্ট্র বিশেষজ্ঞদের মতে, কিমের পিছু হটার কোনো লক্ষণ তারা দেখছেন না। অন্তত চাউমিনের জন্য তো নয়ই!
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস