রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৩:৪৭:৪৮

ইসরাইলকে উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি

ইসরাইলকে উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: মানবতার শত্রু ইসরাইল ক্ষমাহীন শাস্তির মুখে পড়বে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে অপমানসূচক বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

লিবারম্যান গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিমকে পাগল বলে অভিহিত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ইসরাইলের বিরুদ্ধে এ বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী, আরবভূমি দখলকারী এবং মানবতার বিরুদ্ধে অপরাধী ইসরাইল বিশ্বের নিন্দা এড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে।

মধ্যপ্রাচ্যে ইসরাইলের কাছেই একমাত্র অবৈধ পরমাণু অস্ত্র আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। লিবারম্যানের বক্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়ার নেতাকে অপমান করা হয়েছে- এ কথা উল্লেখ করে এতে আরো বলা হয়, ক্ষমাহীন সহস্রগুণ শাস্তির মুখে পড়বে তেল আবিব। উত্তর কোরিয়ার ভাবমর্যাদা বিনষ্ট করার আগে ইসরাইলকে দ্বিতীয়বার ভাবনা-চিন্তা করতেও বলা হয়েছে ওই বিবৃতিতে।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে