রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৪:৩১:০০

মমতা ব্যানার্জি হিজড়া হয়ে গিয়েছেন : বিজেপি নেতা

মমতা ব্যানার্জি হিজড়া হয়ে গিয়েছেন : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। মুখ্যমন্ত্রীকে হিজড়া বলে কটাক্ষ করলেন তিনি। রোববার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে একটি মিছিলের আয়োজন করে বিজেপি জেলা নেতৃত্ব। চন্দ্রকোনা রোডে একটি পথসভারও আয়োজন করা হয়। সেখানেই এই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতা।

বক্তব্যের শুরু থেকেই রাজ্য সরকার ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ দাগেন শ্যামাপদ। সেইসঙ্গে পুরী মন্দিরে মমতা ব্যানার্জিকে পুজা না দিতে দেওয়ার ইস্যুও তুলে ধরেন। তিনি বলেন, “পুরী মন্দিরে আদর্শবাদীরা পুজা দিতে পারবেন। মুসলমান, হিন্দু সব বন্ধুই এখানে উপস্থিত আছেন। মুসলমানরা বলুন, আপনারা যখন মসজিদে যান, আপনাদের মুসলিম হিসেবে পরিচয় দিতে হয় কি না? মঠ, মন্দিরে যারা যান তাদের হিন্দু বলে পরিচিতি দিতে হয় কি না।”

এরপর মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “মমতা ব্যানার্জি মুসলমানদের নামাজ়ে যাচ্ছেন। উনি মাথায় বোরখা পরে দোয়া চাইছেন। আর আল্লাহ বলে শব্দ করছেন। নামাজ় পড়ছেন। আজকে মমতা ব্যানার্জি মহিলা না পুরুষ সেটা বোঝা যাবে না। আমি বলব, বর্তমানে বেনারসে হিজড়া দেখেছেন, আজ দিদি আমাদের হিজড়া হয়ে গিয়েছেন।”

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিজড়া বলে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি। রিষড়ায় একটি জনসভা থেকে তিনি বলেছিলেন, “উনি বক্তৃতা রাখতে গিয়ে মাঝে মাঝে এমনভাবে হাততালি দেন যেন মনে হয় হিজড়া তালি মারছে। হাত নাড়ানো দেখে মনে হয় সার্কাসের জোকার।” পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি।  
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে