রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৭:০৮:০৭

জামাইকে বাঁশ দিয়ে বেধড়ক পেটালেন শাশুড়ি!

জামাইকে বাঁশ দিয়ে বেধড়ক পেটালেন শাশুড়ি!

আন্তর্জাতিক ডেস্ক : জামাইকে নিয়ে অশান্তি লেগেই ছিল পরিবারে। এবার সেই অশান্তির সূত্র ধরে জামাইকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল খোদ শাশুড়ির বিরুদ্ধেই। শাশুড়ির বাঁশের প্রহার এতটাই জোরাল ছিল যে শেষ পর্যন্ত গুরুতর জখম জামাইকে ভর্তি করতে হল হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাসে। ইন্দাস বাজারের নিজের শ্বশুর বাড়িতেই ঘর জামাই হিসাবে থাকতেন বর্ধমানের সালুন গ্রামের বাসিন্দা ভজন সার। ১২ বছর আগে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতেই থাকতেন পেশায় গাড়ির চালক ভজন। সম্প্রতি নানা কারণে শাশুড়ি চাপারানীর সঙ্গে বনিবনা হচ্ছিল না জামাই ভজনের। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। অশান্তির জেরে দিন দশেক আগে শ্বশুর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান ভজন। দশ দিন পর জামাই ফিরে এলে গতকাল, শনিবার থেকে অশান্তি চরমে ওঠে।

জামাইকে আদর করা তো দুরস্ত তাকে বাড়িতে ঢুকতে দিতেও শাশুড়ি বাধা দেয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর বাড়িতে জায়গা মেলে। কিন্তু আজ শাশুড়িকে নিজের ছেলে মেয়েদের মারধর করতে দেখে বাধা দিতে যান ভজন। সেই সময়েই তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন শাশুড়ি। পরে গুরুতর জখম অবস্থায় তাকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অবশ্য পলাতক শাশুড়ি।

৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে