রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১১:২৫:৫৩

‘পাকিস্তানের মাটিতে গণভোট হলে মানুষ ভারতকেই ভোট দেবে’

‘পাকিস্তানের মাটিতে গণভোট হলে মানুষ ভারতকেই ভোট দেবে’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মাটিতে গণভোট হলে গিলগিট-বালতিস্তানের মানুষ ভারতকেই ভোট দেবেন। কারণ, পাকিস্তানের মতো ভারত নৃশংস নয়। ভারত কখনই পাকিস্তানের মাটি দখল করে রাখেনি। এমনই দাবি করেছেন বালতিস্তানের নেতা আবদুল হামিদ খান।

গিলগিট বালতিস্তান এলাকাটি উত্তর পাকিস্তানের অংশ৷ এর লাগোয়া হল অধিকৃত কাশ্মীর৷ আবদুল হামিদ খান হলে বালতিস্তানের সরকার বিরোধী দল বালওয়ারিস্তান ন্যাশনাল ফ্রন্টের চেয়ারম্যান৷ দলটি স্থানীয় আইনসভার ভোটে লড়াই করে৷ তাদের একাধিক প্রতিনিধিও রয়েছেন আইনসভায়।

চীনের সহযোগিতায় গিলগিট-বালতিস্তান এলাকায় অর্থনৈতিক করিডর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে সেই করিডর যাওয়ায় আপত্তি তুলেছে নয়াদিল্লি। স্থানীয় মানুষদেরও আপত্তি রয়েছে এই অর্থনৈতিক করিডর নিয়ে। একইভাবে বালোচিস্তানেও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার বাসিন্দারা৷ বিক্ষোভ দমনে ওই এলাকাগুলিতে সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত।

আবদুল হামিদ খান জানিয়েছেন, “সকলেই জানে গিলগিট-বালতিস্তান একটা বিতর্কিত এলাকা। সাধারণ মানুষকে গ্রেফতার করে যদি পাক সরকার মনে করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর হয়ে যাবে। আর ৪২ বিলিয়ন মার্কিন ডলার পকেটে আসবে। এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না।” একইসঙ্গে তিনি আরও বলেছেন, “যদি গণভোট হয়, তাহলে বালোচিস্তানের মানুষেরা ভারতের পক্ষে ভোট দেবে। কারণ পাকিস্তানের মতো ভারত নৃশংস নয়।”

অন্যদিকে বালোচিস্তান ইস্যুতেও সরব হামিদ খান৷ তিনি বলেন, পাকিস্তান সরকার বালোচিস্তানের স্বাভাবিক পরিবেশ অশান্ত করে রেখেছে৷ তার দাবি ভারত কখনই অন্য রাষ্ট্রের ভূমি দখল করে রাখেনি। পাক সেনাবাহিনীকে কটাক্ষ করে তিনি বলেছেন, “পাকিস্তানের কাপুরুষ সেনাবাহিনী ভারতের হাতে সিয়াচেনকে তুলে দিয়েছিল।”
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে