সোমবার, ০১ মে, ২০১৭, ০৯:১৩:৫৭

নওয়াজ শরীফের নির্দেশও মানেনি পাকিস্তানি সেনাবাহিনী!

নওয়াজ শরীফের নির্দেশও মানেনি পাকিস্তানি সেনাবাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতা যেন দেশের প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। সম্প্রতি এমন এক ঘটনার কথা মিডিয়ায় ফাঁস হয়েছে। এতে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ নীতিনির্ধারক বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমিকে বরখাস্ত করার নির্দেশ দেন। তবে সে আদেশ পালন করেনি পাকিস্তান সেনাবাহিনী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে খালিজ টাইমস।

গত শনিবারের এ ঘটনাটি প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংবাদমাদ্যম ডন-এ। ঘটনাটি প্রকাশিত হওয়ার পর তা সর্বত্র আলোচিত হচ্ছে।   তবে এ ঘটনা প্রকাশ করার পর পত্রিকাটির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ আদেশটি পালিত না হওয়ায় এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছিল।

অবশ্য এ ঘটনা অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ডন প্রকাশিত এ রিপোর্টটি ‘অসম্পূর্ণ’।

পাকিস্তানের আইএসপিআরের ডিরেক্টর জেনারেল মেজর আসিফ গাফুর বলেন, ‘ডন পত্রিকাটিতে প্রকাশিত সংবাদটি অসম্পূর্ণ এবং ভুল। এটি তদন্ত কমিটির অনুসন্ধানেও প্রমাণিত হয়েছে। ’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর আদেশ বিষয়ে এ ধরনের রিপোর্ট প্রকাশের জন্য ডন পত্রিকাটির সম্পাদক জাফর আব্বাস ও রিপোর্টার কায়রিল আলমেইদার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে