সোমবার, ০১ মে, ২০১৭, ০৩:০২:৪৮

কাশ্মিরে মিসাইল-মর্টার হামলা, নিহত ২

 কাশ্মিরে মিসাইল-মর্টার হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে লাগাতার মিসাইল-মর্টার হামলায় দুজন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান রেঞ্জার্স এই মিসাইল-মর্টার হামলা চালিয়েছে।

এরপর গোটা জম্মু-কাশ্মিরে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। খবরে বলা হয়, ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পাকিস্তান সেনাকে পালটা জবাব ভারতীয় সেনাবাহিনীরও। দুপক্ষের গুলির লড়াইয়ে নতুন করে উত্তেজনা শুরু হতে শুরু করে উপত্যকায়।

এখন পর্যন্ত পাকিস্তানের ছোঁড়া মিসাইলে দুজন সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষদের।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে