সোমবার, ০১ মে, ২০১৭, ০৫:৪৮:৪১

ভারতীয় সেনা ঘাঁটিতে পাকিস্তানের রকেট হামলা শুরু, ভারতীয় ২ সেনা নিহত

ভারতীয় সেনা ঘাঁটিতে পাকিস্তানের রকেট হামলা শুরু, ভারতীয় ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের৷ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের হামলা চালাল পাক সেনা৷ পাকিস্তান রেঞ্জার্সের ছোঁড়া রকেটের আঘাতে মৃত্যু হল দুই ভারতীয় সেনা সদস্যের ৷

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার মর্টার-মিসাইল হামলা চালাচ্ছে পাকিস্তান৷ সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে রকেট হামলা চালায় পাক বাহিনী৷ সেনা ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া রকেটে মৃত্যু হয় ১ সেনা অফিসার ও ১ বিএসএফ কনস্টেবলের।

জম্মু-কাশ্মীরে জারি হাই অ্যালার্ট৷ ভারতীয় সেনা সূত্রে খবর, কৃষ্ণ ঘাঁটি সেক্টরে লাগাতার পাক রেঞ্জার্সদের গুলিবৃষ্টি চলছে৷ সাধারণত জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ সফল করতেই এমন কভার অ্যাটাক চালায় পাকবাহিনী৷ তাদের পরিকল্পনা ব্যর্থ করতে সচেষ্ট ভারতীয় সেনারা৷ গুলি ও মর্টার বর্ষণে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷

সূত্রে খবর, পাকিস্তানের ছোঁড়া মিসাইলে আহত হয়েছেন সীমান্ত নিকটবর্তী গ্রামের দুই বাসিন্দা৷ সাধারণ মানুষের নিরাপত্তার খাতিয়ে খালি করে দেওয়া হচ্ছে কাশ্মিরের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম৷

১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে