আন্তর্জাতিক ডেস্ক : আবারও সন্ত্রাসী হানায় কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। সোমবার উপত্যকার কুলগাম এলাকায় একটি ব্যাঙ্কের ক্যাশ ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয়েছে ৫ পুলিশকর্মী ও দুই ব্যাঙ্ক কর্মকর্তার। হামলায় মৃত পুলিশকর্মীদের বন্দুক ও টাকা নিয়ে পালিয়েছে জঙ্গিরা বলে পুলিশ সূত্রে খবর।
সোমবারই বিনা প্ররোচনায় রকেট ও মর্টার হামলা চালিয়ে ২ সেনাকে হত্যা করেছে পাক সেনা। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রের সমস্ত নিয়ম লঙ্ঘন করে আরও দুই সেনার মুণ্ডছেদ করে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। ভারত এই ঘটনার তীব্র নিন্দা করে একে ‘নক্ক্যারজনক’ বলে উল্লেখ করেছে। এই ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড।
এদিন কৃষ্ণ ঘাঁটি সেক্টরের কাছে দু’টি সেনা পোস্ট লক্ষ্য করে বিনা প্ররোচনায় রকেট ও মর্টার বর্ষণ করতে থাকে পাক সেনা। সেনার দুই জওয়ান যারা সেই সময় পেট্রলিং করছিলেন, তাদের হত্যা করে মুণ্ডছেদ করে নিয়ে যায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট।
পাকিস্তানের এই জঘন্য আচরণের তীব্র নিন্দা করে ভারতের সাবেক সেনাকর্তা দেবাশিস দাস বলেন, “পাকিস্তান মধ্যযুগীয় বর্বরতার প্রমাণ দিচ্ছে বারবার। এবার তাদের ঠান্ডা করার সময় চলে এসেছে। ভারত একবার চাইলেই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পারে। কিন্তু সেনা চাইলেই তো হবে না, রাজনৈতিক মহলকেও চাইতে হবে।”
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস