সোমবার, ০১ মে, ২০১৭, ০৭:০২:৪৯

কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের

কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করল তুরস্ক। ভারতে সফররত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সোমবার হায়দরাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

তার আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে বহুপক্ষীয় আলোচনার প্রয়োজন। সেই আলোচনার অংশীদার হতে চায় তুরস্কও। এই আলোচনায় প্রয়োজনে মধ্যস্থতাও করতে চান বলে সোমবার জানিয়ে দিলেন তিনি।

এরদোগান আরো বলেন, তার মতে বিশ্বের শন্তি বজায় রাখার একটাই পথ আলোচনা। সেই পথেই ভারত পাকিস্তানকে এগোনো উচিত বলে জানিয়েছেন এরদোগান। ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তুরস্কের। সেকারণেই এই মধ্যস্থতার প্রস্তাব।

এরদোগানের এই মন্তব্যের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রুচি ঘনশ্যাম বলেন, তুরস্কের প্রেসিডন্টের এই অনুভবের সম্মান করে ভারত। তবে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এ নিয়ে কারো কোরো মধ্যস্থতা করার প্রশ্নই নেই।
তুরস্কের কুর্দি সমস্যার সমাধানে কী করছেন প্রশ্ন করতে এরদোগান বলেন, দুটি সম্পূর্ণ পৃথক সমস্যা। কাজেই কাশ্মীর আর কুর্দি সঙ্কট এক করে ফেলা ঠিক হবে না।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে