আন্তর্জাতিক ডেস্ক: গোটা দক্ষিণ এশিয়াকে ভারতের উপহার। আগামী ৫ মে মহাকাশে যাচ্ছে নতুন স্যাটেলাইট। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি এই কৃত্রিম উপগ্রহ। নাম সাউথ এশিয়া স্যাটেলাইট। সার্কভুক্ত দেশগুলোই এই স্যাটেলাইট প্রকল্পের অংশীদার।
প্রথমে সার্ক স্যাটেলাইটই নাম রাখার কথা ভাবা হয়েছিল। কিন্তু, এই প্রকল্পে যোগ দেয়নি পাকিস্তান। তাই নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট।
রোববার এই অর্থবর্ষের প্রথম মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই স্যাটেলাইট প্রাকৃতিক শক্তির উত্স খোঁজা, মাটির তলায় থাকা খনিজ শনাক্ত করা, টেলি মেডিসিন, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করবে। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম জানানও দেবে এই স্যাটেলাইট।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস