আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়াকে হুমকি এবার অস্ট্রেলিয়ার। পিয়ংইয়ংকে হুমকি দিয়ে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও বলেন, উত্তর কোরিয়ার দুঃসাহসী এবং বিপজ্জনক পদক্ষেপকে মেনে নেয়া হবে না৷
তিনি পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগে চীনকে আহ্বান জানান বলে জানা যায়৷ অন্যদিকে, উত্তর কোরিয়ারও স্পষ্ট বার্তা, অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা করার প্রচেষ্টা করে তাহলে অস্ট্রেলিয়াও উত্তর কোরিয়ার পরমাণু হামলার তালিকায় চলে আসবে।
উল্লেখ্য, বিগত অনেক দিন ধরে উত্তর কোরিয়ার আচরণ তাকে বিশ্বের সামনে ক্রমশই নেতিবাচক দিকে ঠেলে দিচ্ছে৷ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট জানিয়ে দেন উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের বিরোধ বাধার সম্ভাবনা রয়েছে৷
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস