আন্তর্জাতিক ডেস্ক : ‘কাশ্মীরের স্বাধিকারের সংগ্রামে সমর্থন দেবে পাকিস্তান’ সে দেশের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার এই মন্তব্যের সপাট জবাব দিলেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী। তিনি বলেন, পাকিস্তান নাক গলানোর চেষ্টা করে দেখুক, বুঝিয়ে দেবে ভারত।
স্বামী বলেন, “পারলে যুদ্ধ করার চেষ্টা করুক পাকিস্তান। তৈরি আছে ভারত। পালটা প্রত্যাঘাত করা হবে। আর সেটাই হবে পাকিস্তানের শেষ। নিশ্চিহ্ন করে দেওয়া হবে পাকিস্তানকে। পাকিস্তানকে শেষ করার অপেক্ষায় রয়েছে ভারতের জাতীয়তাবাদীরা।”
সুব্রমনিয়ম স্বামীর আরও সংযোজন, যতই চেষ্টা করুক পাকিস্তান, কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না তারা। বলেন, “ভারতের সঙ্গে চারবার যুদ্ধে গেছে পাকিস্তান। প্রতিবারই হেরেছে। কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা পাকিস্তানকে জানি। কোনও সরকারই সেখানে নেই। যা পারে করুক। আমরা অপেক্ষায় আছি।”
এর আগে রোববার পাকিস্তানি সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেন, কাশ্মীরিদের স্বাধিকারের লড়াইয়ে সাথ দেবে পাকিস্তান। অভিযোগ করেন, কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে ভারত।
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস