আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনা রেঞ্জার্সের ছোঁড়া মিসাইলের আঘাতে নিহত ভারতীয় সেনার জুনিয়ার কমিশনার অফিসার পদ মর্যাদার একজন অফিসার এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড-কনস্টেবল। পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে আহত আরও এক বিএসএফ সেনা।
যদিও তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে নড়েচড়ে বসেছেন ভারতের সেনা কর্মকর্তারা। ঘটনার পরেই জরুরি বৈঠকে বসেন সেনা কর্মকর্তারা। পাকিস্তান সেনাবাহিনী ভারতের ২৫০ মিটার ভেতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তানের তরফ থেকে এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি। এমনকি কোন পাক-মিডিয়া এখবর প্রকাশ করেনি।
ভারতীয় মিডিয়ার খবরে দাবি করা হয়, ভারতীয় সেনাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। এজন্য সোমবার সকালে চোরাগোপ্তাভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভেতরে ঢুকে পড়ছিল পাকিস্তানের স্পেশ্যাল ফোর্সের একটা দল। পুঞ্চ জেলায় ভারতীয় সেনার দুটি ফরোয়ার্ড পোস্টে এদিন রকেট ও মর্টার ছুঁড়তে শুরু করে পাক সেনা। এই গোলাগুলি চলার মধ্যেই চুপিসারে ঢুকে পড়েছিল পাক সেনার ওই দলটি। এরপর ভারতীয় টহলদারি দলে আসার অপেক্ষায় দীর্ঘক্ষণ ঘাপটি মেরে বসেছিল তারা। শেষপর্যন্ত হামলা চালিয়ে দুই জওয়ানের মাথা কেটে হত্যা করে তারা।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে সকাল থেকে পুঞ্চ সেক্টরে একেবারে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। ছোঁড়া হয় একের পর এক মিসাইল, গ্রেনেড। আর তা লেগেই গুরুতর আহত হয় ভারতীয় সেনার নায়েক সুবেন্দার পরমজিত সিং এবং বিএসএফের প্রেম সাগর।
রীতিমত আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তারদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে পাকিস্তান সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং করে ভারতীয় সেনা। পালটা মিসাইল, গ্রেনেড ছোঁড়া হয়। সেনার দাবি, পালটা মারে পাকিস্তান সেনার বেশ কয়েকটি সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএসএফের ২০০তম ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনার ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিত সিং নিহত হয়েছেন। তাদের মুণ্ডচ্ছেদ করে পাক হানাদাররা।
পাক সেনার স্পেশ্যাল সার্ভিস গ্রুপদের নিয়ে বিএটি গঠিত। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা টপকে হামলা চালানোই কাজ বিএটি-র। চোরাগোপ্তা হামলা চালিয়ে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীকে ব্যস্ত রাখাই এদের একমাত্র কাজ। অতীতেও একাধিকবার একই ধরনের হামলা চালিয়ে ভারতীয় সেনাদের মুণ্ডচ্ছেদের মতো জঘন্য বর্বর কাজ করেছে এই বিএটি।
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস