মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১২:৪২:১৫

রাতেই পাকিস্তানের তিন সেনা ঘাঁটিতে ভারতের হামলা, নিহত ৭ পাক সেনা

রাতেই পাকিস্তানের তিন সেনা ঘাঁটিতে ভারতের হামলা,  নিহত ৭ পাক সেনা

আন্তর্জাতিক ডেস্ক : সন্ধ্যাতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন৷ আর রাতেই অ্যাকশন৷ কাশ্মিরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটির আক্রমণকারীদের জবাব দিল ভারত৷ পাকিস্তানের তিনটি সেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম৷

সোমবার রাতে পাকিস্তানের ওই সেনা চৌকিতে হামলা করে পুরোপুরি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা৷ এই হামলায় এখনও পর্যন্ত ৭ পাক-সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

সর্বশেষ খবরে জানা গিয়েছে, এদিন রাতে বদলার নেওয়া জন্য ভারতীয় সেনারা পাকিস্তান সেনার তিনটি চৌকিতে হামলা চালায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরে পাক সীমান্ত বরাবর রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পাকিস্তান পালটা আক্রমণ করতে পারে, এই শঙ্কার উপত্যকায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে৷

প্রসঙ্গত, সোমবার সকালে ভারতীয় সেনারা নজরদারি চালানোর সময় পাকিস্তানের তরফে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। রকেট হামলাও হয়েছে। দুই ভারতীয় সেনার অঙ্গছেদ করে পালায় পাকিস্তানি সেনা। পাকিস্তানের এই আচরণের নিন্দা করে পালটা হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা। নর্দার্ন কম্যান্ডের তরফে বলা হয়েছে, ঘৃণ্য কাজের যোগ্য জবাব দেবে। পরিকল্পিতভাবে ভারতে ঢুকে এই নিন্দনীয় কাজ করেছে পাকিস্তান। দাবি করেছে ভারত সেনার এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা৷

সোমবার সন্ধ্যাতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি হুমকি দেন, পাকিস্তানের এই ন্যক্কারজনক কাজকে ভারত ছেড়ে দেবে না।  সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “যুদ্ধেও এমন কাজের কথা শোনা যায়নি কখনোও।” পাক সেনার এই কাজকে বর্বরতার সঙ্গেও তুলনা করেন অরুণ জেটলি।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে