মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১০:৫৬:৩৯

ভয়াবহ টর্নেডোর আঘাতে বাড়িঘর ধ্বংস, নিহত অন্তত ১৬

ভয়াবহ টর্নেডোর আঘাতে বাড়িঘর ধ্বংস, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ঝড়ে কমপক্ষে ১৬ জন মারা গেছে। এছাড়াও সোমবার পূর্বাঞ্চলে প্রচণ্ড শক্তিশালী বাতাস ও বিক্ষিপ্ত টর্নেডো আঘাত হেনেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

বৈরী আবহাওয়ায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, গাড়ি উল্টে গেছে ও গাছ উপড়ে পড়েছে। টেক্সাসে অন্তত চারটি টর্নেডো আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় আবহাওয়া সার্ভিস।

টেক্সাসের ক্যানটন শহরের মেয়র লও অ্যান ইভেরেত সাংবাদিকদের জানান, সেখানে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে চার।

আরকানসাস জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, বৈরী আবহাওয়ার ধকলে ওই অঙ্গরাজ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজৌরিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেখানে দু’জন নিহত হয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী নিহত দুজনের মধ্য একজন ৭২ বছর বয়সী নারী। তিনি গাড়ির ভেতর আটকা পড়েছিলেন। গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।

পরে বিভিন্ন স্থানে আরও কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে