মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০২:১৩:১১

ভারত সীমান্তে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত

 ভারত সীমান্তে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সীমান্তের কাছে ফের পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালে পাঞ্জাব প্রদেশের ঝাং-এর আথারা হাজারি এলাকায় ভেঙে পড়ে এই বিমানটি। এটি পাকিস্তান এয়ারফোর্সের মিরেজ জেট ছিল বলে জানা গেছে। নিরাপদে বেরিয়ে এসেছে পাইলট। তবে এই জেট ভেঙে পড়ার কারণ এখনো স্পষ্ট নয়।

গত ১৮ মাসে একাধিক বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তানে। গত নভেম্বরে পাক এয়ারফোর্সের বিমান দুর্ঘটনায় এক মহিলা পাইলটের মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল পাকিস্তানের ঝিলমের কাছে হারার গ্রামে আরো একটি দুর্ঘটনা হয়। মঙ্গলা এয়ারবেস থেকে ওড়ে এয়ারক্রাফটটি। ট্রেনিং এক্সারসাইজের সময় ভেঙে পড়ে সেই বিমান। এছাড়া গত বছরের অক্টোবর মাসে করাচির মোশারফ কলোনিতে ভেঙে পড়ে মাইরেজ জেট।

এরপর ২০১৬-র ২৪ সেপ্টেম্বর এয়ারক্রাফট ভেঙে নিহত হন পাকিস্তান এয়ারফোর্সের পাইলট আমির শাহজাদ। জামরুদের কাছে খাইবার পাসে ঢোকার মুখে ভেঙে পড়ে এফ-৭ এয়ারক্রাফট।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে