আন্তর্জাতিক ডেস্ক: প্রবল সাইক্লোন আছড়ে পড়তে চলেছে মধ্য আমেরিকায়। নাসা এবং দ্য ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর পাঠানো স্যাটেলাইট ছবিতে ভয়ঙ্কর দুর্যোগ আছড়ে পড়ার ছবি ধরা পড়েছে। মনে করা হচ্ছে, সোমবার নাগাদ আছড়ে পড়তে পারে মধ্য আমেরিকাতে আছড়ে পড়তে পারে ঝড়। ফল ভুগতে পারে দেশের পূর্ব প্রান্তও।
মার্কিন আবহাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, মধ্য আমেরিকায় বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ছাড়াও বন্যা হতে পারে।
মধ্য অতলান্তিক থেকে তা উত্তর-পূর্ব দিকে এই সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। বন্যার কবলে পড়তে পারে পূর্ব ওকলাহোমা, আরকানসাসের উত্তরাঞ্চল, মিসৌরি, ইলিনয়, টেক্সাস এবং ইন্ডিয়ানা রাজ্য।
সোমবার দুপুর ও সন্ধ্যায় আরো দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে, বিশেষ কোনো কাজ না থাকলে আপাতত বাড়ির বাইরে না যাওয়ারই কথা বলছেন হাওয়া অফিসের কর্মকর্তারা।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস