মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৯:৪৪:২৫

এমপিকে ফাঁদে ফেলা সেই সুন্দরী গ্রেফতার

এমপিকে ফাঁদে ফেলা সেই সুন্দরী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভার বিজেপি সাংসদকে মধু-চক্রের ফাঁদে ফেলা সেই সুন্দরীকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ কোটি টাকা দাবি করার অভিযোগে তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

গুজরাতের ভালসাদের সাংসদ কে সি প্যাটেল অভিযোগ করেছিলেন, ওই মহিলা কোনো কাজের বাহানা দিয়ে তাকে গাজিয়াবাদে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তাকে মাদক মেশানো পানীয় দেয়া হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়লে ওই মহিলা আপত্তিজনক অবস্থায় তার ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করতে থাকেন।

সম্ভ্রমহানীর মামলা দায়ের ও ওই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করেন ওই মহিলা বলে প্যাটেলের অভিযোগ। সেই দাবি মেনে না নেয়ায় ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন বলে দাবি সাংসদের।

সংবাদ সম্মেলনে ৬৭ বছরের বিজেপি সাংসদ দাবি করেছিলেন যে, তিনি নির্দোষ। ওই মহিলা যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন। টাকা না দেয়ায় ওই মহিলা আমার বদনাম করার চেষ্টা করছেন। এ ব্যাপারে তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হন। পটেল বলেন, পুলিশের তদন্তে তার পূর্ণ আস্থা রয়েছে। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও তিনি দাবি করেছেন।

এর আগে দিল্লির একটি আদালতে ওই মহিলা অভিযোগ করেছিলেন যে, প্যাটেল একটি আইনি ব্যাপারে আলোচনার জন্য বাড়িতে ডেকে পাঠিয়ে তাকে (প্রচার অযোগ্য শব্দ) করেছিলেন। ওই মহিলার অভিযোগ, নিজেকে ক্ষমতাবান ব্যক্তি বলে দাবি করে তাকে হুমকিও দিয়েছিলেন প্যাটেল।

এদিন সকালে গাজিয়াবাদের বাড়ি থেকে ওই মহিলাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে আদালতে পেশ করা হলে, সেখানে শুনানিতে পুলিশ মহিলাকে হেফাজতে নেয়ার আর্জি জানায়। পুলিশের সন্দেহ, ওই মহিলা এ ধরনের আরও কয়েকটি ঘটনায় যুক্ত থাকতে পারেন। দু’পক্ষের শুনানি শেষে মহিলাকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিশেষ বিচারক হেমানী মালহোত্র।

এর আগে ভারতের গুজরাতের ভালসাদের সাংসদ কেসি প্যাটেল দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেন, এক হাই প্রোফাইল মহিলা বাহিনী তার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেছে। টাকা না দিলে সেই মহিলা বাহিনী কেসি প্যাটেলের সঙ্গে কিছু মহিলার আপত্তিজনক মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেবে। তার অভিযোগের ভিত্তিতে মহিলা গ্যাং-এর খোঁজ শুরু করে দিল্লি পুলিশ।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে