মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১১:০৮:৪৭

১০০ পাকিস্তানি সেনার মাথা চান বাবা রামদেব

১০০ পাকিস্তানি সেনার মাথা চান বাবা রামদেব

আন্তর্জাতিক ডেস্ক : '১০০ জন পাকিস্তানি সেনার মাথা চাই।' ভারতের একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথা বলেন যোগগুরু বাবা রামদেব। তার কথায়, পাকিস্তান কাপুরুষের মতো যে কাজ করেছে তার যোগ্য জবাব দেওয়া দরকার। দিল্লির উচিত ইসলামাবাদকে এর জন্য কঠিন মূল্য চোকাতে বাধ্য করা।

নিজেকে অহিংসার প্রচারক হিসেবে দাবিদার এই যোগগুরু বলেন, “ভারত যে একটি শক্তিশালী দেশ তা পাকিস্তানকে বোঝানো উচিত। আমি অহিংসায় বিশ্বাসী। কিন্তু, পাকিস্তান যে কাজ করেছে তা সহ্যের সীমা অতিক্রম করেছে। তারা যদি হিংসার পথ ধরে তাহলে আমাদেরও তার যোগ্য জবাব দেওয়া দরকার। তারা যেভাবে দু’জন ভারতীয় জওয়ানের মাথা কেটেছে তাতে তাদেরও ১০০ সেনার মাথা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকা উচিত।”  

দিল্লী কাছে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার আর্জি জানিয়ে তিনি আরও বলেন, “দেশের ১২৫ কোটি মানুষ নরেন্দ্র মোদির পক্ষে ভোট দিয়েছেন। তারা তাকে বিশ্বাস করেন। এই ঘটনায় সরকারের থেকে যোগ্য জবাবও আশা করছেন তারা। তাই এমন পাকিস্তানের উপর এমন আঘাত আনা উচিত যাতে তারা এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটানোর সাহস দেখাতে পারে।”

গতকাল সোমবার ভারতের পক্ষ থেকে দাবি জানানো হয়, জম্মু ও কাশ্মীরের সীমান্তে কর্তব্যরত দু’জন ভারতীয় সেনার মাথা কেটে নিয়েছে পাকিস্তান। ভারতের ডিরেক্টর জেনেরাল মিলিটারি অপারেশন (DGMO) লেফটেনন্ট জেনেরাল এ কে ভাট আজ পাকিস্তানের DGMO-কে এই বিষয়ে ভারতের অসন্তোষের কথাও জানিয়েছেন।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে