মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১১:৪৪:১১

আবারও রাজনীতিতে ফিরছেন বারাক ওবামা!

আবারও রাজনীতিতে ফিরছেন বারাক ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক : স্বেচ্ছায় রাজনীতিতে ফিরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এমন ইঙ্গিত দিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বারাক ওবামা এখনই রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন না।

গত ২০ শে জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তিনি অবসরে গিয়েছেন। তারপর প্রায় তিন মাস পরিবারের সদস্যদের একান্তে সময় দিয়েছেন। তাদের নিয়ে অবকাশ যাপনে গিয়েছেন। ঘুরেছেন ভার্জিন আইল্যান্ড সহ বিভিন্ন স্থানে। এ সময়টাতে বারাক ওবামা ছিলেন প্রচার প্রচারণার বাইরে।

ওদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দৃশ্যত হযবরল অবস্থ বাধিয়ে দেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে ৭টি, পরে ৬টি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। অন্যদিকে রাশিয়া কানেকশন নিয়ে তার প্রশাসন একেবারে জেরবার। গোয়েন্দারা এ সম্পর্ক নিয়ে তদন্ত করছে। এরই মধ্যে পশ্চিমা বিশ্লেষকরা পূর্বাভাষ দিয়েছেন যদি ওই তদন্তে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তার ক্ষমতার মসনদ নড়ে যেতে পারে।

এই যখন অবস্থা তখন অনেকেই জানার চেষ্টা করেছেন বারাক ওবামা কি করছেন। যে বয়সে তিনি অবসরে গিয়েছেন তাতে তিনি ভবিষ্যতে কি করবেন এমন সব প্রশ্ন এসে যায়। গত সপ্তাহে তিনি জনসম্মুখে এসেছেন। শিকাগো ইউনিভার্সিটিতে বক্তব্য রেখেছেন। আর শেষ পর্যন্ত যেন তেন কোন সূত্র নয়, তারই ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আভাস দিলেন রাজনীতিতে ফিরতে প্রস্তুত ওবামা। তিনি ডেমোক্রেট দলের জন্য প্রচারণা চালাবেন। এ কাজে তাকে কেউ উদ্বুদ্ধ করছে না। তিনি স্বেচ্ছায় নামছেন রাজনীতির মাঠে।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে