বুধবার, ০৩ মে, ২০১৭, ০৬:৩৭:১০

গরুর মাংস খাওয়া বিতর্কে কাজলের পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জী

গরুর মাংস খাওয়া বিতর্কে কাজলের পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : গরুর মাংস বিতর্কে নাম না নিয়ে অভিনেত্রী কাজলের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের খাদ্যাভাস নিয়ে এক শ্রেণির মানুষ হস্তক্ষেপ করছে, অসহিষ্ণুতা দেখাচ্ছে অভিযোগ এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন, এবিষয়ে সরব হওয়া দরকার।

ঘটনার সূত্রপাত গত সোমবার। সেদিন নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন কাজল। ভিডিওতে দেখা যায়, গার্লস গ্যাংয়ের সঙ্গে এক বন্ধুর হোটেলে লাঞ্চ করতে এসেছেন নায়িকা। সেখানে  কাজলের এক বন্ধু একটি স্পেশাল ডিশ বানিয়েছিলেন। কাজল সেই ডিশটির নাম জানতে চান। তখন সেই বন্ধুটি জানান, এটি একটি বিফ ডিশ। আর সেই ভিডিও পোস্ট করা মাত্র ট্রোলড হন কাজল। তাকে আক্রমণ করা হয়।

অবস্থার গুরুত্ব বুঝতে পেরে আসরে নামেন ওই অভিনেত্রী। প্রথমে নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দেন, পরে ক্ষমা চেয়ে নেন। টুইট বার্তায় লেখেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওটা গরুর নয়, মোষের মাংস ছিল। কিন্তু, তারপরও সমালোচনা ধেয়ে আসে কাজলের দিকে। একজন হিন্দু হয়ে কিভাবে সে গরুর মাংস খায়।

এদিকে আজ নাম না করে কাজলের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ওই অভিনেত্রীর নাম নেব না। শাহরুখের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন উনি। সম্প্রতি সোশাল সাইটে একটি ভিডিও পোস্ট করে আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাকে। গরুর নয়, মোষের মাংস এই স্বীকারোক্তি দিতে হয়েছে। এটা কিন্তু, সজাগ হওয়ার সময়।”

সাধারণ মানুষের খাদ্যাভাসে হস্তক্ষেপ করাকে ভয়ঙ্কর প্রবণতা বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “অন্যরা কী খাবে, কী খাবে না তা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে