বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ১২:০৫:৩৫

এই মহিলাই কি হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?

এই মহিলাই কি হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বড় চমক! বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নাকি বড় চমক দিতে চলেছে। সূত্রের খবর এমনটাই। একাধিক নাম সামনে আসলে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে এখন একটি নামই।

সূত্র বলছে, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নাকি হবেন ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল, দলিত নেত্রী, দ্রৌপদী মুর্মু। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করছে। দ্রৌপদী মুর্মু ওডিশার দুবারের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেপির ময়ূরভঞ্জ জেলা শাখার দায়িত্বেও ছিলেন তিনি।

তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সবটাই জল্পনা। তালিকায় অন্য আরও হেভিওয়েটদের নামও রয়েছে। যার মধ্যে রয়েছেন বর্ষীয়ান নেতা এলকে আদবানি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ও সুপারস্টার রজনীকান্ত প্রমুখ।
৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে