বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৪:০০:৫৩

মুহূর্তেই ধুলায় ঢেকে গেলো বেইজিং! বেশ কয়েকটি ফ্লাইট বাতিল

মুহূর্তেই ধুলায় ঢেকে গেলো বেইজিং! বেশ কয়েকটি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চল ও বেইজিং প্রচণ্ড ধূলিঝড়ে ঢেকে গেছে। এতে কর্তৃপক্ষ বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে এবং শিশু ও বয়স্কদের বাড়ির ভেতরে থাকার আহবান জানানো হয়েছে।

ধূলিঝড়ের কারণে রাজধানীর ভবনগুলো ধূসর আবরণে ঢেকে গেছে এবং ঘরের বাইরে বের হওয়া লোকজনকে মাস্ক পরে নাক-মুখ ঢেকে চলাফেরা করতে দেখা যাচ্ছে।

বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্টের ওয়েবসাইটে বলা হয়, এশিয়া ও রাশিয়ার আন্তর্জাতিক রুটের ছয়টিসহ কমপক্ষে ২৭ ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চীনের উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের কারণে বসন্তে প্রায়ই এ ধরনের ঝড় হয়ে থাকে। কেননা, এ বাতাস গোবি মরুভূমি থেকে নগরীর ওপর দিয়ে বয়ে যায়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ধূলিঝড়ের কারণে সকালের দিকে রাজধানী বেইজিংয়ে এক কিলোমিটারের কম দূরত্বেও কিছুই দেখা যাচ্ছিল না।
৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে