শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০৮:০৯:৩৮

প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই এফআইআর!

প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই এফআইআর!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দেশটির পুলিশ। রাওয়ালপিন্ডি পুলিশের করা এই এফআইআর নিয়ে পাক রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। অভিযোগ, সেনা বাহিনীর বিরুদ্ধে নওয়াজ শরিফ জনসাধারণকে উস্কানি ও ঘৃণা ছড়িয়েছেন।

পাক সেনার অন্যতম উপদেষ্টাকে বহিষ্কারকে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ থেকেই দ্বন্দ্ব প্রকট হয়েছে। সেই নির্দেশ বাতিল করে পাল্টা বিবৃতিও দেয় সেনা। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল, দেশের মধ্যে পাক প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে