শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০৯:২৩:৫৪

দুইয়ের বেশি সন্তান থাকলে হওয়া যাবে না এমপি!

দুইয়ের বেশি সন্তান থাকলে হওয়া যাবে না এমপি!

আন্তর্জাতিক ডেস্ক: দু’য়ের বেশি সন্তান থাকলে এবার থেকে চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। কারণ ভারতের আসাম সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরির আশা ছাড়তে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সরকারি চাকরি করতে চাইলে দু’টির বেশি সন্তান থাকা যাবে না। কয়েকদিন আগেই এর খসড়া তৈরি করা হয়েছিল। এবার তাতে সামান্য বদল এনে মহিলাদের ক্ষমতায়নকে জুড়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত আলোচনা ও সাধারাণ মানুষের মতামত নেওয়ার পরই প্রস্তাবিত এই নীতি আইনে পরিণত করা হবে বলে জানিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই মতোই ই-মেইল, চিঠি , সংবাদমাধ্যমের সকলের মতামত বিবেচনা করে খসড়া নীতির নাম ও বেশ কয়েকটি প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। দুইয়ের বেশি সন্তান থাকলে হওয়া যাবে না সাংসদ বা বিধায়ক!

আগে বলা হয়েছিল দুইয়ের বেসি সন্তান থাকলে পুর বা পঞ্চায়েত ভোটে লড়া যাবে না। এবার তাতে পরিবর্তন করে বলা হয়েছে এই নিয়ম না মানলে কেউ যাতে বিধায়ক বা সাংসদ না হতে পারে সেই নিয়মও জারি করা হবে। খুব শিগগিরই কেন্দ্রের সঙ্গে তারা এই বিষয়ে আলোচনা করবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি এটাও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত মেয়েদের পড়াশোনা নিখরচায় করানোর ব্যবস্থা করবে প্রশাসন। পড়াশোনা, যাতায়াতের খরচা, বিনামূল্যে বই ও হস্টেল থাকারও ব্যবস্থা করা হবে। এর জেরে স্কুল ড্রপআউটের সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও লাগু হয়ে চলেছে এই নিয়ম।

আসাম সরকারের তরফে জানানো হয়েছে অগাস্ট মাসে বিধানসভায় এই প্রস্তাবটি পেশ করা হবে।- ইন্টারনেট
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে