আন্তর্জাতিক ডেস্ক : মিসরের কায়রোতে এক বিচারকের গুলিতে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটেছে। যিনি করবেন খুন-অপরাধের বিচার, তিনিই করলেন খুন। নাসের শহরে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো’মেন সাদ আঘা।
এক প্রতিবেদনে বলা হয়, আঘার প্রেমিকা পোসি নেসার শহরে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় রাস্তায় মেয়েটিকে পথরোধ করেন ওই বিচারক। তিনি প্রশ্ন করেন যে, মেয়েটি কেন ওই ভবনে ঢুকেছিল এবং কার সঙ্গেই বা দেখা করতে গিয়েছিল?
একের পর এক প্রশ্ন করতেই থাকেন বিচারক। কিন্তু মেয়েটি এত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায়। কারণ অপরিচিত ওই বিচারকের কাছে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নন মেয়েটি। একপর্যায়ে বিচারক অভিযোগ তোলেন যে মেয়েটি ওই ভবনে ডাকাতির করতে এসেছে।
বিরক্ত হয়ে এই অযাচিত বিড়ম্বনা থেকে মুক্তি পেয়ে মেয়েটি তার প্রেমিককে খবর দেন। যখন আঘা উপস্থিত হলেন তখন তর্ক শুরু হলো বিচারক আর আঘার মধ্যে। একপর্যায়ে বিচারক তার পিস্তল বের করে আঘাকে গুলি করেন। পরে বিচারক নিজেই পুলিশের কাছে যান। তিনি জেনারেল প্রসিকিউটর বলে জানা গেছে। তার নাম প্রকাশ করা হয়নি।
৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস