শনিবার, ০৬ মে, ২০১৭, ০৬:৩৮:৪৫

কিম জং-উনকে খুন করতে মরিয়া সিআইএ!

কিম জং-উনকে খুন করতে মরিয়া সিআইএ!

বিনোদন ডেস্ক : উত্তর কোরিয়ার 'একনায়ক' কিম জং-উন কি খুন হয়ে যেতে পারেন? মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র দিকে সরাসির অভিযোগের আঙুল তুলে, শুক্রবার এমনই আশঙ্কা ব্যক্ত করল উত্তর কোরিয়া। দাবি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে কিম জং-উনকে গুপ্তহত্যার চক্রান্ত করছে সিআইএ।

উত্তর কোরিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রক এদিন জানায়, সিআইএ ও সিওল ইনটেলিজেন্স যৌথভাবে কিমের বিরুদ্ধে ভয়ানক চক্রান্ত করে চলেছে। কিমকে হত্যা করতে জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য পিয়ংইয়াং-এর কোনও অনুষ্ঠানস্থলকে বেছে নেওয়া হতে পারে।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, জৈব রাসায়নিকই শুধু নয়, রেডিওঅ্যাকটিভ বা ন্যানো বিষও প্রয়োগ করা হতে পারে। যার ফলে, ধীরে ধীরে ছ-মাস থেকে এক বছরের মধ্যে মৃত্যু হতে পারে উত্তর কোরিয়ার এই শাসকের।

উত্তর কোরিয়ার একরোখা মনোভাবের কারণে গত কয়েক মাস ধরেই যুদ্ধের আবহ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই চাপ বাড়ানোর চেষ্টা করুক, কিম জং তাতে পাত্তা দিচ্ছেন না। সবকিছু উপেক্ষা করে এর মধ্যে ষষ্ঠবার পরমাণু পরীক্ষা করে কিম। মার্কিন রণতরি গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দেন। ফলে, পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে।

৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে